Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নীল কুঠি
স্থান
গ্রামঃ পানানগর, ডাকঘরঃ পানানগর, উপজেলাঃ দূর্গাপুর, জেলাঃ রাজশাহী ।
কিভাবে যাওয়া যায়
উপজেলা হতে পানানগর আসার জন্য দূর্গাপুর বাজার হতে ভ্যান অথবা নছিমনে চড়ে ৩নং পানানগর ইউনিয়ন পরিষদ পরিষদের আসা যায়। ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকে নীল কুঠি অবস্থিত । একটু হেটে গেলে নীলকুঠি দেখতে পাওয়া যাবে । ইউনিয়ন পরিষদের পাশে বিশাল খেলার মাঠ । দক্ষিণ - পশ্চিম ধার ঘেঁষে রয়েছে উচ্চ বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় । পূর্ব প্রান্তে বাজার, স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এবং পোষ্ট অফিস।
বিস্তারিত

কথিত আছে ব্রিটিশ শাষনামলে অত্র এলাকায় ইংরেজরা নীলকুঠি স্থাপন করে জোর পূর্বক নীলচাষ করিয়ে নিত। বিনিময়ে দু’বেলা দু’মুঠো ভাত জুটত না । এলাকায় কোন শিক্ষিত লোক ছিলনা। শিক্ষা ছাড়া ইংরেজদের সাথে পাল্লা দেওয়া যাবেনা বিধায় এলাকা বাসী একটি বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করে । শ্রীযুক্ত বাবু , শশী চরণ রায় বাহাদুর ১৮৯৪ সালে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং অত্র এলাকার নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করেন পানানগর প্রাথমিক বিদ্যালয় হাটি হাটি পা-পা করে বিদ্যালয়টি চলতে থাকে- ১৯৩৬ সনে বিদ্যালয়টির উন্নয়ন কল্পে ডাঃ মোঃ ইদ্রিস সরকার ১টি কাঠের আলমিরা, ১টি ডেক্স, ২টি টেবিল, ১০ সেট বেঞ্চ প্রদান করেন। ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারী করণ হয় ।  ১৯৮৬ সালে ইউনিসেফ প্রদত্ত দুইকক্ষ বিশিষ্ট আধাপাকা ভবন নির্মিত হয়। বর্তমানে বিদ্ধস্থ অবস্থায় পড়ে আছে। অত:পড় ১৯৯৪ সালে সরকার কর্তৃক চার কক্ষবিশিষ্ট ২য় ভবন, ২০০৩ সনে ২টি কক্ষ এবং ২০০৬ সনে ২ কক্ষ বিশিষ্ট পাকা ভবন নির্মিত হয়। এখন আর ইংরেজরাও নাই আবার শিক্ষিত হার বেড়ে ১০০% এ দাড়িয়েছে ।