কথিত আছে ব্রিটিশ শাষনামলে অত্র এলাকায় ইংরেজরা নীলকুঠি স্থাপন করে জোর পূর্বক নীলচাষ করিয়ে নিত বিনিময়ে দু’বেলা দু’মুঠো ভাত জুটত না । নীলকররা এই হোজা নদীতে নৌকা নিয়ে চলাচল করত । এলাকায় কোন শিক্ষিত লোক ছিলনা । শিক্ষা ছাড়া ইংরেজদের সাথে পাল্লা দেওয়া যাবেনা বিধায় এলাকা বাসী একটি বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করে । শ্রীযুক্ত বাবু, শশী চরণ রায় বাহাদুর ১৮৯৪ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং অত্র এলাকার নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করেন পানানগর প্রাথমিক বিদ্যালয় ।
এই নদীতে অনেক কচুরীপানা হত সেই কচুরীপানা ধরে টানদিলে অনেক রকমের মাছ ধরা যেত । এবং বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত যা দিয়ে অনেক মানুষ সংসার চালাত ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS