Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
হোজা নদী
Details

        কথিত আছে ব্রিটিশ শাষনামলে অত্র এলাকায় ইংরেজরা নীলকুঠি স্থাপন করে জোর পূর্বক নীলচাষ করিয়ে নিত বিনিময়ে দু’বেলা দু’মুঠো ভাত জুটত না । নীলকররা এই হোজা নদীতে নৌকা নিয়ে চলাচল করত । এলাকায় কোন শিক্ষিত লোক ছিলনা । শিক্ষা ছাড়া ইংরেজদের সাথে পাল্লা দেওয়া যাবেনা বিধায় এলাকা বাসী একটি বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করে । শ্রীযুক্ত বাবু, শশী চরণ রায় বাহাদুর ১৮৯৪ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং অত্র এলাকার নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করেন পানানগর প্রাথমিক বিদ্যালয় ।

 

        এই নদীতে অনেক কচুরীপানা হত সেই কচুরীপানা ধরে টানদিলে অনেক রকমের মাছ ধরা যেত । এবং বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত যা দিয়ে অনেক মানুষ সংসার চালাত ।