-কৃষকদের ডাকে তাতক্ষনিক সাড়া দিয়ে সমস্যা সমাধান করা ফলজ বনজ ঔষুধী গাছ রোপন করতে কৃষকদের উতসাহিত করা।
-কৃষকদের ফসলের রোগ ও বন্ধু পোকা শত্রু পোকা চিনানো এবং ক্ষতিকর পোকা দমন ব্যবস্হা করা।
-উপজেলা ও জেলা পর্যায়ে কৃষকদের কৃষি বিষয়ে প্রশিক্ষন পঠানো।
-কৃষকদের সম্প্রসারন সেবা প্রদান।
-কৃষকদের নিজেদের সমস্যার উত্তর বা সমাধান করতে উতসাহিত করা।
-কৃষকদেরকে বলতে উৎসাহিত করা।
-কৃষকেরা কি বলেন তা ধৈয্য ও সতর্কতার সাথে শোনা।
-প্রশ্ন জিঙ্গাসা করা এবং উত্তর শোনা ।
-পূর্বের প্রশ্নের ধারাবাহিকতা অনু সারন করে প্রশ্ন করা।
-কৃষকেরা কি বলছেন তা লিখে রাখা।
-কৃষকদের ও কৃষক দলের আত্নবিশ্বাস গড়ে তোলা এবং চেষ্টার জন্য প্রশংসা করা।
-সফলতার জন্য শুভেচ্ছা জানানো এবং কৃষকদের সমস্যা চিহ্নিত করতে গঠন মূলক উপায়ে সাহায্য করা।
-সমাধান ব্যাখ্যা এবং তা যাচাই করতে ও তাদের সফলতা মুল্যায়ন করতে সাহায্য করা।
-নতুন নতুন ফসলের জাত চাষের জন্য কৃষকদের মাঠে প্রদর্শনী স্হাপন করা।
-ফসলের মাঠে চাষের সমস্যা চিহ্নিত করা ও তার সমাধান করা
-পরামর্শ কেন্দ্রে কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করা
-বিভিন্ন ফসলের উপর সরকারি র্ভুতুকি দেওয়া
-কৃষি ফসলের বড় সমস্যা দেখা দিলে তা লেফলট বিতরন
-মসজিদের ইমাম দ্বারা প্রচার মাইকিন ইত্যাদির মাধ্যমে সমাধান
-আধুনিক চাষাবাদে ইউনিয়ন পরিষদে বিভিন্ন কমিটিতে সদস্য থাকার করনে মিটিং ও সে কাজে অংশ গ্রহন করা ভিজিডি,ভিজিএফ ও -অন্যান্য বিতারনের সময় উপস্হিত থেকে ঠিকমতন বিতরন করা
-ফসলের মাঠে শেচ নিশ্চিত করার জন্য বি,এমডি ও নিজেস্ব মালিকানাধিন গভির নলকূপ থেকে সেচ এর ব্যপারে সহযোগিতা করা
-বিভিন্ন জরিপ করা ইত্যাদি কাজ উপ-সহকারী কৃষি অফিসার করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS