ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
৩ নং পানানগর ইউনিয়ন পরিষদ
দুর্গাপুর, রাজশাহী।
আপনি কি নিমোক্ত সেবা পেতে চান? **তাহলে ইউনিয়ন পরিষদে আসুন এবং যোগাযোগ করুন**
** মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন ফরম পাওয়া যায়**
**এবং পূরণের নিয়মাবলী ও প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করা হয়**
***সূলভ মূল্যে কম্পিউটার প্রশিক্ষন প্রদান করা হয় । (ভর্তি চলছে)*কাজেই দ্রুত যোগাযোগ ও ফরম সংগ্রহ করার জন্য আহববান জানাচ্ছি***
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের সেবার তালিকা সমূহঃ
১। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সেবা ( অনলাইন সেবা )ঃ ইউ, আই, এস, সি কেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশসহ সারা পৃথিবীর সাথে যোগাযোগ থাকবে । ই-মেইল পাঠানো সহ যে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমসহ যাবতীয় তথ্য পাওয়া যায় এবং ছবি দেখা সহ কথা বলা যায় ও ইন্টারনেট এর যাবতীয় কাজ করা হয়।
২। অফ লাইন তথ্য ভান্ডার সেবাঃ এই সেবায় থাকবে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও অধিকার পরামর্শ, বিভিন্ন সরকারি ফরম, যাবতীয় ম্যাসেজ ও ছাত্র-ছাত্রীদের জন্য ইন্টারনেট ব্যবহারের সুবর্ণ সুযোগ !
৩। অন্যান্য সেবাঃ অত্র ইউনিয়ন পরিষদের জন্ম সনদ, মৃত্যু নিবন্ধন ফরম ও সনদ, যে কোন সনদ লেমিনেটিং কম্পিউটার কম্পোজ করা, ছবি তোলা, ছবি থেকে ছবি/স্ক্যানিং করা, কম্পিউটার প্রশিক্ষণ সহ, বিভিন্ন দক্ষতা মূলক সেবা দেওয়া হয় এবং কম্পিউটার সার্ভিসিং করা হয়।
সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।
উদ্যোক্তা/পরিচালক মোঃ তাওহীদ হাসান শাওন মোবাঃ ০১৭১০০৬০০৫২ ০১৮৩৩৪৪০০৩৬ মোছাঃ শাহানারা আক্তার |
| সার্বিক সহযোগিতায় মোঃ রবিউল ইসলাম খাঁন চেয়ারম্যান ৩ নং পানানগর ইউনিয়ন পরিষদ দূর্গাপুর, রাজশাহী । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস